শেরপুর প্রেসক্লাব নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দৈনিক দিনকাল প্রতিনিধি জয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:১৯ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিমাই ঘোষ (দৈনিক সমকাল/ করতোয়া) ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ উত্তরাপ্লাজার দ্বিতীয়তলায় প্রেসক্লাব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এটিএম আব্দুস সাত্তার।
বা থেকে সভাপতি পদে নিমাই ঘোষ ও সাধারণ সম্পাদক পদে জয়ী আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক পদে জয়ী দৈনিক দিনকাল প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন।
নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে সবুজ চৌধুরী (প্রথম আলো), যুগ্ম সম্পাদক পদে উৎপল মালাকার (সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা), দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম শাওন (দৈনিক দিনকাল), সাহিত্য সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ (দৈনিক আজকালের খবর), নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর ইসলাম ( দৈনিক যুগান্তর), অশোক সরকার (প্রবাসীর দিগন্ত), আকরাম হোসাইন (নয়াদিগন্ত), আব্দুল আলীম (মুক্তবার্তা) ও শাহজামাল কামাল (ভোরের ডাক)। এই নির্বাচনে প্রেসক্লাবের ৩৪ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।