আড়াইহাজারে কাভার্ডভ্যানের চাপায় ২ শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বারদী আশ্রমে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় হোন্ডায় থাকা একই পরিবারের ২ শিশু নিহত ও ২ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন হোন্ডা দিয়ে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃস্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারদী আশ্রমে যাচ্ছিল। ঘটনার সময় লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হোন্ডাটি চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এই সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃস্টিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বৃস্টিকে (৫) মৃত ঘোষনা করেন।
আহত সুমন ও তার বাবা কার্তিকে আশংকা জনক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, শিশু ২টির লাশ পরিবার নিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।