নারায়ণগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১৭ বছর বয়সী কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনের নাম উল্লেখ করে থানায় বাদি হয়ে মামলাটি (নং ৬৮) দায়ের করেন ওই কলেজ শিক্ষার্থীর বাবা হাজী আব্দুল আলী। মামলার আসামীরা হলো, ফতুল্লা থানার বক্তাবলীর রাজাপুর গ্রামের পায়েল (২৬) পায়েলের বাবা মতিউর রহমান ওরফে মতি (৫৫) মা হোসনে আরা (৪৫) ভাই মেহেদী হাসান (২৩) এবং হানিফের মেয়ে খাদিজা আক্তার (২২)।
মামলার অভিযোগে আব্দুল আলী উল্লেখ করেন, তার মেয়ে কলেজ শিক্ষার্থী (১৭) বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। মামলার প্রধান আসামী পায়েলের স্ত্রী সন্তান থাকা সত্বেও প্রায়ই তার মেয়েকে প্রেমের প্রস্তাব সহ উত্ত্যক্ত করতো। ২ মাস পূর্বে বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে পায়েলের বাবা মায়ের সাথে যোগাযোগ করে। কিন্তু পায়েলের পরিবার তাকে শাসন করেনি। পায়েল নানান সময় তার মেয়েকে তুলে নেয়ার হুমকি দিয়ে আসতো। গত ২০ ফেব্রুয়ারি শিক্ষার্থী তার কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, পায়েল ও বিবাদীরা একটি সিএনজিতে করে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে পায়েলের বাবা মায়ের সাথে যোগাযোগ করলে তারা জানায় তার মেয়েকে ফেরত দেয়া হবে। কিন্তু আশ্বাস দেয়ার পরেও মেয়েকে ফেরত দেয়নি তারা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে।