ভোলার শশীভূষণ নকল ঔষধ জব্দ, জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:১৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ভোলার চরফ্যাশন উপজেলা শশীভূষণ বাজারে কেয়ার মেডিকেল হল থেকে ১’শ বোতল শ্রীদূর্গা কোম্পানির নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যামান আদালত।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দিকে উপজেলার শশীভুষণ থানা সদর বাজারের নতুন ব্রীজ সংলগ্ন কেয়ার মেডিকেল হলে অভিযান চালিয়ে এ নকল ঔষধ জব্দ করা হয়।
এসময় নকল ঔষধ বিক্রি ও রাখার অপরাধে দোকান মালিক মো. হারুনকে ত্রিশ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যামান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু আবদুল্লাহ খান ও ঔষধ প্রশাসনের অধিদপ্তরের কর্মকর্তা ইব্রাহীম ইকবাল চৌধুরী।
চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু আবদুল্লাহ খান এ প্রতিনিধিকে জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ইব্রাহীম ইকবাল চৌধুরীর উপস্থিতে আজ দুপুর ১২ টার দিকে কেয়ার মেডিকেল হলে অভিযান চালিয়ে ১’শ বোতল শ্রীদূর্গা কোম্পানির নকল ঔষধ জব্দ করা হয়েছে। পরে দোকান মালিক মো. হারুনকে নকল ঔষধ বিক্রি করার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।