মুন্সীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইটবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ি-বালিগাঁও সড়কে তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, বালিগাঁও থেকে ইটবোঝাই করে ট্রাকটি টঙ্গীবাড়ির দিকে যাচ্ছিল। পথে টঙ্গীবাড়ি-বালিগাঁও সড়কে তোলকাই এলাকায় ওই ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।