ডিমলায় ৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী থেকে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আসাদুলকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে এসআই আবুল কালাম, জগদিশ চন্দ্র রায়, ডিএসবি মোকছেদুল হক, গ্রাম পুলিশ দিলিপ চন্দ্র রায় ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের চাপানী বাজারের ঢাকাগামী তাজ পরিবহন কাউন্টারে চাল ভর্তি প্লাষ্টিকের বস্তায় করে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল পাচার করার জন্য রাত্রীকালিন তাজ পরিবহনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চালের বস্তাসহ কাউন্টারে বসে থাকা খালিশা চাপানী ইউনিয়নের পাইকারটারী গ্রামের তইবুল ইসলামের ছেলে আসাদুলকে (২১) ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক করে থানা পুলিশ।
এ সময় অপর আসামী জলঢাকা উপজেলার ভাবুনচর হলদিবাড়ী গ্রামের লতিফ পান্ডার ছেলে ও গ্রেফতারকৃত আসাদুলের ফুপা শাহিনুর (৩৫) পালিয়ে যায়।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে ডিমলা থানার একটি মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে নীলফামারী আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।