নোয়াখালীতে চাকরির কথা বলে ধর্ষণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:৪৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নোয়াখালীতে চাকরির প্রলোভনে এক তরুণীকে (২৩) অচেতন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা হয়েছে।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
অভিযুক্ত যুবলীগ নেতা চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের বাসিন্দা।
ওসি আবুল খায়ের জানান, গতকাল রাত ১ টার দিকে ভুক্তভোগী অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের নাম উল্লেখ করে অজ্ঞাত একজনকে আসামি করে এ মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযুক্ত ওই যুবলীগ নেতার জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স অফিসের ভেতরে ধর্ষণের এই ঘটনা ঘটে।