ফতুল্লায় সিলিন্ডারের গ্যাস অপসারণের সময় অগিকান্ডে দগ্ধ দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের সিলিন্ডার থেকে নিগৃত গ্যাসের আগুনে নারী-শিশুসহ দগ্ধ হওয়া ১১ জনের মধ্য দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জজ মিয়া (৫৫) ও আলম ড্রাইভার (৪৫)।
আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জজ মিয়া। এবং রাত রবিবার (২০ ফেব্রুয়ারী) ১২টার দিকে মারা যান আলম ড্রাইভার। এছাড়া চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আসমা ও হাসিনা বেগমের অবস্থা আশংকাজনক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার মজিবর রহমানের ছেলে ও আলম ড্রাইভার একই এলাকার শুক্কুর মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জজ মিয়া ও আলম হোসেনের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, আগুনে আসমার শরীরের ৪১ শতাংশ, হাসিনা বেগমের ৬৫ শতাংশ, আফসানা সাথীর ৬ শতাংশ, হাফসার ৬ শতাংশ ও তাহমিনার ৬ শতাংশ পুড়ে গেছে।
রবিবার(২০ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় সিলিন্ডার থেকে নিগৃত করা হচ্ছিল। এসময় গাড়ীর চালক আলম ঘটনাস্থলে এসে সিগারেট জ্বালায়। এতে আগুন লেগে মূহুর্তেই ছড়িয়ে পড়লে নারী-পুরুষ-শিশু মিলিয়ে ১১ জন দগ্ধ হয়।