গাবতলীর কলাকোপায় হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আছর মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমা’র কবর জিয়ারত শেষে কলাকোপা আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থ মাঝে কম্বল ও চাউল এবং নগদ অর্থ’সহ মিষ্টি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমা’র পুত্র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। গ্রীন কলাকোপা এষ্টেটের মহাপরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপিকা ফজিলাতুন নেছা, অধ্যাপিকা মাহমুদা হাকিম, পরিবারের সদস্য রুবিনা নাহিদ, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি, সার্দাদুজ্জামান তালুকদার জাওয়াদ এবং মতিয়ার রহমান প্রমূখ।
উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র সহধর্মীনি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র মা।