আড়াইহাজারে হত্যা মামলার আসামীদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু রিয়াদ (৭) হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের পক্ষের ৫টি বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে সালমদী গ্রামবাসী।
আজ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসদী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, শিশু রিয়াদ হত্যার ঘটনায় রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে পার্শ্ববর্তী খিরদাসী গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। শিশু রিয়াদ হত্যার ঘটনাকে কেন্দ্র করেই সালমদী গ্রামের উত্তেজিত জনতা বৃহষ্পতিবার সকালে আসামী ৫ জনের বাড়ী ঘর ভাংচুর, স্বর্ণালংকার, গবাদী পশু, পাওয়ারলুম কারখানার মালামালইত্যাদী সহ সর্বস্ব লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।