কুষ্টিয়ায় ১৬ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 'নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা- ২০২২' দেওয়া হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ১৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে তাদের হাতে ভার্চুয়ালি যুক্ত থেকে সম্মাননা স্মারক তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধারা হলেন লুলু-ই-জান্নাত, রাবেয়া খাতুন, লুলু-ই-ফেরদৌস, আরজুমান বানু, ময়না খাতুন, মাবিয়া খাতুন, টগরজান, মজিরন খাতুন, দোলজান নেছা, এলেজান নেছা, মাছুদা খাতুন, মোমেনা খাতুন, এম এ আজিজা খানম, মমতাজ আরা বেগম, হোসনেআরা বেগম, সুফিয়া বেগম।
অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী কর্তৃক নারীদের ওপর নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছনা ও সহিংসতার নানান ঘটনার স্মৃতিচারণ করেন তাঁরা।