ফরিদপুরে ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারণ গ্রাম থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এসময় ইয়াবা ছাড়াও মাদক বিক্রিত ১৫ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন- জেলার ভাঙ্গার কাউলিবেড়া গ্রামের বাবুল শেখের ছেলে বিপ্লব শেখ (২৮) ও কক্সবাজার জেলার চকরিয়ার সাহেব খান পাড়া এলাকার ফরিদ আলমের ছেলে রায়হান শেখ ওরফে তোহা (২৩)।
আটক আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।