সলঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিরাজগঞ্জের সলঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পলাশ সলঙ্গা থানা সদরস্থ দাসপাড়ার মৃত্যু অমূল্য চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার দুপুর ১২টার দিকে প্রতিবেশি সুবোলের ছেলে শ্রীবাস চন্দ্র দাস জীবন পলাশের ছেলে সাগরকে ঢাকায় সেলুনে কাজের জন্য নিয়ে যেতে চাইলে পলাশ তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশকে কাঠের বাটাম দিয়ে বুকে ও মাথায় আঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।