রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ সাকিব (২৩), পিতা-মোঃ আশরাফুল, ঢেকড়া, খলশি, থানা-বদলগাছী, জেলা-নওগা ও মোঃ মানিক (৪০), পিতা-কোমর, ঢেকড়া, খলশি, থানা-বদলগাছী, জেলা-নওগা।
গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এম বিয়েন্ট স্টীল (বিডি) লিঃ এর সামনে চেকপোষ্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে গাঁজাগুলো উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৫ হাজার ৫’শ ৬০ টাকা, ২টি মোবাইল ফোন ও গাঁজাবহনকারী ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।