রেল লাইনের ব্রিজের ওপর থেকে লাফ দিলেন প্রেমিক যুগল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের পরিকল্পনা নিয়ে রেল লাইনের ওপর বসে গল্প করছিলেন প্রেমিক-প্রেমিকা।
গতকাল রবিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকারপুর ইউনিয়নের কালিকাপুর রেল ব্রিজের ওপর বসে গল্পে মগ্ন ছিলেন তারা। হঠাৎ রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতি এক্সেপ্রেস ট্রেন পৌঁছে যায় ব্রিজের কাছে। এ সময় দিশেহারা হয়ে চন্দনা নদীতে লাফ দেয় তারা।
তবে নদীতে পানি না থাকায় গুরুতর আহত হয়েছেন প্রেমিক যুগল। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের শাহজান খানের ছেলে শামীম (২২) ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ইমায়েতখালী গ্রামের মেয়ে (১৮)।
তাদের পরিবার সূত্রে জানা যায়, শামিম কয়েকদিন পূর্বে বাড়িত আসেন। রবিবার দুপুরে বাড়ি থেকে বাইরে যান শামিম, এরপর দুর্ঘটনার খবর পায় পরিবার। অন্যদিকে মেয়েটি প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা যায়। তাদের মধ্যে শামিমের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আকাশ বলেন, আহত ওই প্রেমিক প্রেমিকাকে রবিবার বিকালে আমাদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।