মোটরসাইকেলে মাদক পাচার, আটক- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মোটরসাইকেলে মাদক পাচারের সময় ১১০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীদের আটক করে র্যাব। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও এডি মোঃ আক্কাস আলী।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের গুলজার আলীল ছেলে মোঃ আজিজুল, নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার মর্তুজাবাজ গ্রামের হান্নান ভুইয়ার ছেলে সজিব ভূইয়া ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেরাপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।