সলঙ্গায় চাঁদাবাজদের হামলায় ৬ সিএনজি মালিক আহত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলায় ৬জন সিএনজি মালিক আহত হয়েছে। আহতরা হলেন ইছলাচান্দা গ্রামের আসাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৪০), রয়হাটী মাদ্রাসাপাড়ার আমির হোসেনের ছেলে আরিফুল ইসলাম আরিফ(৩৫), জামাল উদ্দিনের ছেলে কবীর উদ্দিন(৪০), মুরারীপুরের ফয়াজ উদ্দিনের ছেলে রেজাউল করিম(৩৫), তেলীজানার আব্দুর রহমান(৪৫) ও ধানগড়ার আব্দুর রশিদ(৫০)। আহতদেরকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে। এদিকে আহতদের মধ্যে আরিফ ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০টার দিকে আরিফকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১২ ফেব্রুয়ারী ২০২২ বিকেল সাড়ে ৫টার দিকে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে। এঘটনাকে কেন্দ্র ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানাগেছে,সিরাজগঞ্জ জেলা অটো রিক্সা টেম্পু মালিক সমিতির স্বঘোষিত নেতা হিসেবে নিজেদেরকে দাবী করে স্থানীয় মোক্তার হোসেন, দোরাব, বাবলু আকন্দ, হাবিবুর, মতি, জয়নাল, রমজান, মোখলেছুর ও জলিল সমিতিকে কুক্ষিগত করে রেখে চাঁদাবাজী করতে থাকে। এতে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিবাদী সিএনজি মালিকরা। একপর্যায়ে তাদের বেপরোয়া চাঁদাবাজীর বিষয়টি শ্রম অধিদপ্তরের নজরে পড়লে শ্রম অধিদপ্তর বগুড়া আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক কর্তৃক ওই মালিক সমিতির একটি নিয়মিত কমিটি গঠন করার জন্য ৪০.০২.০০০০.৩০২.৩৪.১৭৫৯.৯৯.৯৪ স্বারক মোতাবেক গত ৩১ জানুয়ারী ২০২২ তারিখে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন ইমনকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার করে একটি পত্র দেয়।
সেই পত্রের আলোকে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজ রবিবার বিকেল ৩টায় স্থানীয় দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনকে সামনে রেখে একটি সাধারণসভা আহ্বান করে। এদিকে সাধারণসভায় উপস্থিত থাকার জন্য প্রতিটি সিএনজি মালিককে পত্র প্রেরণের পাশাপাশি আগেরদিন শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলাব্যাপী একটি প্রচার মাইক ছেড়ে দেয় রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেনইমন।
কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে জবরদস্তি করে সমিতির নেতৃত্ব কুক্ষিগত করে রাখা মোক্তার হোসেন, দোরাব, বাবলু আকন্দ, হাবিবুর, মতি, জয়নাল, রমজান, মোখলেছুর ও জলিলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত আব্দুর রাজ্জাক(৪০), আরিফুল ইসলাম আরিফ (৩৫),কবীর উদ্দিন(৪০), রেজাউল করিম (৩৫), আব্দুর রহমান(৪৫) ও আব্দুর রশিদ(৫০) এর উপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে উল্লেখিত ব্যক্তিরা গুরুত্বরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তবে এদের মধ্যে আরিফ ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই আরিফকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমি ৯৯৯ ফোনের মাধ্যমে অবগত হয়েছি এবং তাৎক্ষনিকভাবে সেখানে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এসংক্রান্ত বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।