

ধামরাইয়ে দোকানে মোবাইল কোর্ট পরিচালনার সময় ভুয়া ম্যাজিষ্ট্রেট আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৮ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৫ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

ঢাকার ধামরাইয়ে দোকানে মোবাইল কোর্ট পরিচালনার সময় ভুয়া ম্যাজিষ্ট্রেট আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ধামরাই উপজেলার কাওয়ালী পাড়া বাজারের অপু ফার্মেসি, তুহিন ফার্মেসি ও দীন ইসলাম মিষ্টান্ন ভান্ডারের দোকানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় মাসুদুর রহমান খাঁন বাবুল (২৩) নামে এক ভুয়া ম্যাজিষ্ট্রেট কে আটক করেছে পুলিশের এস আই মনির হোসেন ও এ এস আই জাহাঙ্গীর হোসেন।
আটক ভুয়া ম্যাজিষ্ট্রেট ধামরাই উপজেলার বালিয়া গ্ৰামের মাহামুদুর রহমানের ছেলে। তার ব্যবহৃত এক্স করলা প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১১-০০১৩ পুলিশজব্দ করেছে।
এ ব্যাপারে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা এ প্রতিবেদককে বলেন, ভুয়া ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান বাবুল কে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।