কক্সবাজারে ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়ার মইক্কারঘোনা ঢালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছলিমউল্লাহ জানান, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতরা হলেন দুর্ঘটনাকবলিত শ্যামলীর চালক ও মাদারীপুর জেলার বাসিন্দা মৃত ইছাহক আকবরের ছেলে বজলুল হক (৪০), ঢাকা ধামরাই এলাকার বাসিন্দা সিকিম আলীর ছেলে মোঃ আলাল (২৮) ও মহেশখালী উপজেলার ছাইরারডিল গ্রামের বাসিন্দা মৌলানা আহসানউল্লাহর ছেলে মৌলানা হালেক (৩০)। এ ছাড়া কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন।
তিনি বলেন, খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষে হলে তিনজনের মৃত্যু হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। লবণবোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।