কুষ্টিয়ায় মাদক নিয়ে পুলিশ পুত্র সহ আটক- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
৪০ পিচ টাপেন্টাডল নিয়ে এক পুলিশ পুত্র সহ ৩ যুবক আটক হয়েছে। তবে মাদক বিক্রিতা সাবেক মেম্বার ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদের কে খুঁজছে পুলিশ।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল আনু মোড় থেকে তাদের আটক করে জগতি পুলিশ ফাঁড়ির আইসি এস আই মেহেদী হাসান মুন্নু।
আটকৃতরা হলো কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সিংদাহ গ্রামের পুলিশ সদস্য লুৎফর রমানের ছেলে সাব্বির রহমান (২২) একই এলাকার মৃত আব্দুর হালিমের ছেলে আল আমিন (২৫) ও আজিবর রহমানের ছেলে সবুজ শেখ(২৩)।
পুলিশ জানায় কবুরহাট এলাকা থেকে মাদকের চালান আসছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে আনু মোড় এলাকায় এস আই মেহেদী হাসান মুন্নু সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় কবুরহাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী একটি হিরোহোন্ডা মটর সাইকেলে আরোহী যুবক কে গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি করে উল্লেখিত তিন যুবকের কাছে থেকে ৪০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ তাদের আটক করে জগতি পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটক তিন যুবক জানায়, তারা কবুরহাটের মাদক ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য হেলাল মেম্বার ও তার সহযোগী তাজ বিহারির কাছে থেকে ৮ শ টাকা পাতা হিসেবে ৩২ শ টাকায় ৪০ পিচ টাপেন্টাডল কিনে নিয়ে আসে। তারা নিজ এলাকা কুমারখালি অভিমুখে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়।
এস আই মেহেদী হাসান মুন্নু জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।