নবাবগঞ্জে মাটি ভর্তি ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ৪ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাই সড়ক এলাকায় মাটি ভর্তি ট্রাকেচাপায় প্রাণ হারালো শাহ আলম (৩৮) নামের এক ভ্যানচালক। তিনি দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।
আজ শুক্রবার সকালে দোহার থেকে মালামাল নিয়ে নবাবগঞ্জে যাওয়ার সময় পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলমের দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানান নিহতের স্বজনরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। মালবাহী ভ্যান গাড়িটি নবাবগঞ্জের চালনাই সড়ক ইটভাটা এলাকায় পৌঁছলে গাড়িটিকে পিছন দিক থেকে মাটিভর্তি বেপরোয়া গতিতে থাকা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।ঘটনান পর পালিয়ে যায় ট্রাক চালক। পরে পুলিশ এসে ট্রাকটিকে যব্দ করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিরাজুল ইসলাম শেখ জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। নিহতের পরিবার কোন মামলা না করায় লাশ ময়না তদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হবে।