ভৈরবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে নৈশ প্রহরী খুন, গ্রেফতার- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভৈরবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের নৈশ প্রহরী খুন হয়েছে।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ২৯ জানুয়ারি ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা মোল্লা বাড়ীর ছিদ্দিক মিয়ার ছেলে দীপুর সাথে পঞ্চবটি গ্রামের মারফত আলীর নাতি দূর্জয়ের মাদক সংক্রান্ত বিরোধ হয় উক্ত বিরোধের জেরে দূর্জয়ের বাহিনী দীপু কে উঠিয়ে নিয়ে যেতে চাইলে আওয়ামী নেতা সাত্তার মিয়ার ছেলে সাইফুল বাধা দেয় এতে দূর্জয় বাহিনীর সাথে সাইফুলের ঝগড়া হয়।
উক্ত ঘটনার জেরে দূর্জয় বাহিনী ও ভৈরব পুর মধ্যপাড়ার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট ওমান বাহিনীর শতাধিক সন্ত্রাসী ধারালো অস্র ও দেশীয় দেশীয় অস্ত্র নিয়ে ২ ফেব্রুয়ারী ভোর বেলা ঘোড়াকান্দা গ্রামের আওয়ামীলীগ নেতা সাত্তার মিয়া বাড়ীতে পেট্রোল বোমা হামলা সহ ভাংচুর চালায়। সাত্তার মিয়ার বাড়ীতে হামলা করে ফিরে যাওয়ার সময় মাদক সম্রাট ও কুখ্যাত সন্ত্রাসী বহু অপকর্মের নায়ক ভৈরব পুর মধ্য পাড়ার ওহিদ মিয়ার ছেলে ওমান বাহিনীর প্রধান ওমানের নেতৃত্বে ও নির্দেশে ঘোড়া কান্দা নির্মানাধীন জামে মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া ও পঞ্চবটি পুকুর পাড় এলাকার সফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জাকির মিয়া (২৬) কে রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে।
মুমূর্ষু অবস্থায় আহতদের কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় ২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ঘোড়াকান্দা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া মারা যায়। আশংকা জনক অবস্থায় পৌর এলাকার পঞ্চবটী নতুন রাস্তার সফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জাকির মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে ওমান বাহিনীর প্রধান ওমান কে ১ নং আসামী করে মোট ২৩ জনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন কে আসামী করে নিহতের ভাই জামাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ০৪,তারিখ ০২/০২/২০২২খ্রিঃ। অপরদিকে পুলিশ বাদী হয়ে ২ কে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে র্যাব ১৪, সিপিসি, ৩ ভৈরব ক্যাম্পের সদ্যরা হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ আসামি ও ভৈরব থানা পুলিশ সন্দিগ্ধ ১ আসামী সহ এজাহার ভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। তবে মূল আসামী এখনো ধরা পড়েনি।