দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী ব্যক্তিগত গাড়িতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় নিহত তিনজনের একজন হলেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার হালিম শাহের ছেলে হাফিজুর রহমান।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিরামপুর থেকে ব্যক্তিগত গাড়িতে যাত্রীরা জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকা ক্রসিং করার সময় ট্রেনটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে ১০ গজ দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়।
বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান মো. সাইফুজ্জামানের দাবি, ‘৬টা ৩০ মিনিটে ট্রেন ছাড়ার হুইসেল দিই। রেলক্রসিং গেটের মেরামত কাজ চলছে। জায়গাটা দড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি বাঁশি দিয়েছি। সিগন্যালে দুটি ট্রাক দাঁড়িয়ে পড়েছিল। ব্যক্তিগত গাড়িটি সিগন্যালে না দাঁড়িয়ে সাইড দিয়ে ভেতরে ঢোকে। তখন এই দুর্ঘটনা ঘটে।’