রাউজানে ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০২ পিএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৪৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়াকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া গ্রামে চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে ঘটনার পরপরই চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চারটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
বাবুল মিয়া বলেন, গতকাল রাতে তিনি নিজ বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। গুলির শব্দে তিনি চিৎকার করলে ঘটনার সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় তাঁরা অটোরিকশাটি জব্দ করলেও অটোরিকশায় থাকা পাঁচ থেকে ছয়জন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গতকাল রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এদিকে বাবুল মিয়ার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথেরহাট, উরকিরচর বাজার, গশ্চি নয়াহাট ও চৌমুহনী বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।