ফেনীতে সংবাদপত্র বিক্রয় কর্মীদের শীতবস্ত্র উপহার দিলো ফেনী রিপোর্টার্স ইউনিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে সংবাদপত্র বিক্রয় কর্মীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।
আজ সোমবার বিকালে ইউনিটি প্রাঙ্গনে কর্মসুচির উদ্বোধন করেন ফেনী পৌরসভঅর মেয়র নজরুল ইমলাম স্বপন মিয়াজী।
ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম ভূঁঞা কাওসার, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনি, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাক পারভেজুল ইসলাম হাজারী।
এসময় ইউনিটির সাবেক সভাপতি ও এনটিভি,জনকন্ঠের ফেনী জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ), যতন মজুমদার(দৈনিক যুগান্তর), মো. মাইন উদ্দিন(দৈনিক স্টার লাইন), আলী হায়দার মানিক (ফেনীর সময়)ও জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক(দৈনিক ইনকিলাব), প্রচার সম্পাদক তোফায়েল আহাম্মদ নিলয় (মোহনা টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ মোশাররফ ফেনীর সময়), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক শফি উল্লাহ রিপন দৈনিক দেশ রুপান্তর), সদস্য আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশকন্ঠ), সহযোগী সদস্য শরিফ ভূঞা (ঢাকা টাইমস), আজিজ আল ফয়সার (দৈনিক স্টার লাইন), সাহাব উদ্দিন (দৈনিক ফেনী), জাকারিয়া ভূঞা (নয়াপয়গাম)ও সাইফুল ইসলাম( আলোকিত প্রতিদিন) প্রমূখ।