চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে নারীর কংকাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:০৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর বাড়ির পাশ থেকে এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাতে গোড়াই নাজির পাড়া এলাকায় চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে ওই কংকাল উদ্ধার করা হয়। মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (৩১ জানুয়ারি) মির্জাপুর থানা পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে গোড়াই নাজির পাড়া এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাই টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতের বাড়ির পাশ থেকে এক নারীর কংকাল উদ্ধার করা হয়।
পুলিশের ধারনা দেড় থেকে দুই মাস পূর্বে দুর্বত্তরা ঐ নারীকে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে রেখেছিল। গতকাল বিকেলে দিকে স্থানীয় লোকজন গর্ত থেকে থেকে পচা দুর্গন্ধ এবং শেয়াল কুকুরে হাড় ও কংকাল টানাটানি করতে দেখেন। পরে কংকাল দেখে পুলিশকে খবর দেয়। কংকালের পাশে কাগজে লেখা ছিল ঢাকার ধানমন্ডির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড নামে বেসরকারী একটি হাসপাতালের ক্লিনারের ঠিকানা। ঐ নারীর নাম লেখা ছিল বিলকিল।
এ ব্যাপারে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন বলেন, খবর পেয়ে ঐ নারীর কংকাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।