ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে পেটালেন নৌকা প্রার্থীর সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৩ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৩ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৌকা সমর্থীত প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন তিনজন সাংবাদিক।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির জেলা প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সোহেল রানা।
আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক তানভির হাসান তানু বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরে নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল, সোহেল রানা ও জাহিদ হাসান মিলুকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এসময় সংঘর্ষের ভিডিও ধারণ করা হচ্ছে, তা দেখতে পেয়ে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহ বলেন, ‘আমার সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা করেনি। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সমর্থকরাই সাংবাদিকদের মারপিট করেছে। এখন সে দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার কর্মীদের উপরও হামলা করেছে। আমার চারজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান বলেন, ‘আমার সমর্থকরা সাংবাদিক বা নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা করেনি। তারা (নৌকা সমর্থকরা) আমাদের কর্মীদের মারপিট করেছে এবং সাংবাদিকদে বেধরক পিটিয়েছে। এখন উল্টো আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত অবস্থায় তিন সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।