তালায় ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
তালায় ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে।
এঘটনায় ৪ জনকে আটক করেছে তালা থানা পুলিশ। আহতরা হলেন হরিহরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ছাত্তার শেখ (৫৫) ও গফফার শেখ (৪৫), মৃত শেখ আবুল খায়েরের ছেলে শেখ আতিকুর রহমান জনি (৩৪), মুনসুর শেখের ছেলে আজমীর শেখ (৩২) ও ছাত্তার শেখের ছেলে সুজন শেখ(২৫)। এর মধ্য থেকে ছাত্তার শেখের অবস্থা অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হরিহরনগর গ্রামের সুলতান শেখের ছেলে এবাদুল শেখ জানান, একই এলাকার সাইদ সরদার, বান্টু সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে ঘের সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে জমির পাশে পেয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে ৫ জন আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
এদিকে উক্ত ঘটনায় তালা থানা পুলিশ খবর পেয়ে গোলাপ নবী সরদারের ছেলে বিল্লাল সরদার(৩৫), মোক্তার শেখের ছেলে বান্টু শেখ(৩৫), আব্দুল হাকিম সরদারের ছেলে সাদ্দাম সরদার(৩০), আব্দুল হাকিম সরদারের ছেলে ফটিক সরদার(৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।