কুলিয়ারচরে ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থীর ভোট গননায় অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ২৯নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর ভোট গননায় ত্রুটি ও নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে ফলাফল ঘোষণার অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে এবং তৎপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে এক তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) তারিখে ছয়সূতী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফল ঘোষনায় দেখা যায় ২৯ নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে মো. দেলোয়ার হোসেন (শহীদ) টিউবওয়েলের প্রতিক নিয়ে পেয়েছন ৮৮৪ ভোট এবং বিজয়ী প্রার্থী মো. আমিনুল ইসলাম (রোমান) তালা প্রতিক দিয়ে পেয়েছেন ৯০০ ভোট। পরবর্তীতে এই ফলাফলেরর আলোকে ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে গেজেট প্রকাশিত হয়।
ইতোমধ্যেই ঘোষিত এই ফলাফলে অনিয়মের অভিযোগ করে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মো. দেলোয়ার হোসেন (শহীদ) মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন নং ১১৮৮৯/২০২১ দায়ের করেন এবং এই রিট পিটিশনের আলোকে ০৬ ডিসেম্বর ২০২১ তারিখের মাননীয় হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে বিগত ২০ জানুয়ারির নির্বাচন কমিশন সচিবালয়ের এক নির্দেশনায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসি গত ২৩ জানুয়ারি এক আদেশে বিগত ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আমিনুল ইসলাম (রোমান) কে নির্বাচিত ঘোষণা করে উক্ত পদের প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন এবং সে প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নব নির্বাচিত ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম (রোমান) কে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
এদিকে গত শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসে ২৯ নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ সদস্যের নির্বাচনি ফলাফলে অনিয়মের অভিযোগের তদন্ত করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। এ সময় তিনি উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২৯নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, অভিযোগকারী ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মো. দেলোয়ার হোসেন (শহীদ) ও বিজয়ী প্রার্থী মো. আমিনুল ইসলাম (রোমান) সহ তাদের এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে লিখিত বক্তব্য গ্রহন করেন।
তদন্ত শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম সাংবাদিকদের জানান, সুষ্ঠু ভাবে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অচিরেই প্রধান নির্বাচন কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। প্রতিবেদন দেওয়ার পর কর্তৃপক্ষ যা ভালো মনে করবেন সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করবেন।