ফরিদগঞ্জে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিনটি মামলার আসামী মোঃ শরীফ হাওলাদার(২৭) ও মোঃ শাকিল প্রকাশ শাকিব (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঐ ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানারএস.আই মোঃ নূরুল ইসলাম সঙ্গিয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পশ্চিম হাঁসা আইলের রাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদককারবারি মোঃ শরীফ হাওলাদারে বিরুদ্ধে ইতি পূর্বে ৩টি মাদকে মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দাপয়ের করে আজ শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।