ফেনীতে শিশুকে ধর্ষন চেষ্টা আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনী'র দাগনভূঁঞা পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামে জাকের হোসেন খোকন(৫৭) নামীয় এক ব্যক্তি একটি ৪২ মাসের শিশু বাচ্চাকে ফিশারীর ঘাটে গোসল করাইয়া দেওয়ার ছলে যৌনপীড়ন ও ধর্ষনের চেষ্টা করে।
এই বিষয়ে ভিকটিম শিশু বাচ্চার পিতা বাদী হয়ে দাগনভূূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ দ্রুত সময়ে ধর্ষনের চেষ্টাকারী ও যৌনপীড়নের আসামী জাকের হোসেন খোকন(৫৭), পিতা -মৃত মুকবুল আহাম্মেদ, সাং-ওমরপুর(আব্দুল আলী হাফেজ বাড়ী), বর্তমানে সাং-কৃষ্ণরামপুর, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে।