দেশে র্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত : জাফরুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘র্যাবের কার্যকলাপ সারা পৃথিবীর মানুষ জানে। তারা (র্যাব) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কি আমরা লুকাতে পারব? তাই সরকারের উচিত র্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।’
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরিদর্শন ও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। পরে র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী এ প্রসঙ্গে আরও বলেন, ‘শুরুটা করেছিল বিএনপি। সেটা ছিল ক্লিনহার্ট নামে। তারা ভুল করেছিল। সেই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে র্যাব দিয়ে। র্যাব নারায়ণগঞ্জে সাতজনকে মেরে ফেলেছিল। এসব আমরা লুকাতে পারব না। আজ কথা উঠেছে। তাই সংশোধন করতে হবে। অন্যের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই।’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার ভুল পথে হাঁটছে। সরকারের উচিত উপাচার্যকে সরিয়ে দেওয়া। বুঝতে হবে, শিক্ষার্থীরা তাঁকে চায় না। শিক্ষামন্ত্রীর পদক্ষেপে ভুল ছিল। আন্দোলনের প্রথম দিনই শিক্ষামন্ত্রীর ঘটনাস্থলে আসা উচিত ছিল। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি।’ জাফরুল্লাহ চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, গ্রামের মানুষ এখনো পুরোপুরি স্বাস্থ্যসেবা পায় না। অনেক চিকিৎসক আছেন, গ্রামে যেতে চান না, থাকতে চান না। সরকার থেকে তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, গত দুদিন জগন্নাথপুর উপজেলার সফাত উল্লাহ উচ্চবিদ্যালয় ও শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ে ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র করে স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। টানা পাঁচ দিনের ক্যাম্পে পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে একই সঙ্গে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার করা হবে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতার পর থেকে অসহায় ও গরিব মানুষকে কম খরচে ও বিনা পয়সায় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।