ফেনীর দাগনভুঞায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:১৮ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনীর অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দাগনভুঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে আজ বৃহস্পতিবার দাগনভুঞা বাজারে মানববন্ধন করেছে দাগনভুঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
মানববন্ধনে দাগনভুঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন জানান, দাগনভুঞা ফেনীর অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এ জনপদের মানুষ আজো অবহেলিত হয়ে রয়ে গেছে। স্বাধীনতার পর থেকে এ উপজেলায় কেউ এমপি কিংবা মন্ত্রী হয়নি যার খেসারত দিতে হচ্ছে এ উপজেলার মানুষদের। কেউ দাগনভুঞার সমস্যা সমুহের কোন সমাধান করেনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু কি পেলাম আমরা? আজও আমাদেরকে উন্নয়ন কর্মকান্ডের জন্য রাস্তায় নামতে হচ্ছে এমনতো হওয়ার কথা ছিলোনা। তিনি অবিলম্বে দাগনভুঞায় ফায়ার সার্ভিস ষ্টেশান স্থাপন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য যে, ৩৩ শতাংশ জায়গা অধিগ্রহণ না হওয়ায় ফায়ার সার্ভিস স্থাপন করা যাচ্ছে বলে জানা যায়। এর ফলে প্রতি বছর আগুনে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হচ্ছে। এ নিয়ে দীর্ঘ দিন যাবত জনমনে গণ অসন্তোষ দেখে দিয়েছে।
দাগনভুঞা আতার্তুক স্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও দাগনভুঞার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।