ভোলায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে আজগর মাঝি (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জেলে আহত হয়েছে। আহতরা হলেন- কামাল, রাসেল, জহুর, ছলেমান ও মতিন মাঝি। তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮ নং চরের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজগর মাঝি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, লালমোহন উপজেলার ধণীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী ৮ নং চরের পূর্ব পাশে মাছ ধরার জন্য জাল পাতেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা। এ সময় একই স্থানে জাল পাতেন লালমোহনের বাতির খাল এলাকার নয়ন মাঝিসহ অন্যরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে তজুমদ্দিনের ৬ জেলে গুরুতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালের নেওয়ার পর আজগর মাঝি মারা যান।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলেদের দুই পক্ষের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।