নওগাঁয় ট্রাকের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই আরোহী ঘটনাস্থলে এবং বাকি দুই আরোহী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাটের সাপ্তাহিক হাটে চারজন সবজি ব্যবসায়ী বেচাকেনা শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জল চাউল কলের সামনের পাকা রাস্তায় পিছন থেকে মোটরসাইকেলটিতে জয়পুরহাটগামী একটি বালুভর্তি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) ও মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) মারা যায়।
এ সময় স্থানীয়রা দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে যাত্রাপথে তাদের মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেলে চারজন ধামইরহাট থেকে বাড়ি ফিরছিলেন, নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে এবং আহত দুজনকে রামেক হাসপাতালে রেফার করা হলে যাত্রা পথেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।