আগৈলঝাড়ায় কিশোরী নববধূর লাশ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বরিশালের আগৈলঝাড়ায় গতকাল শনিবার রাতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত কিশোর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা ও কিশোরীর মা রোকেয়া বেগমের দায়ের করা মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গত চার মাস পূর্বে বাদীর মেয়ে মেঘলা আক্তার ইতি (১৭) এর সাথে একই উপজেলার পার্শ্ববর্তী যবসেন গ্রামের জাহাঙ্গীর পাইকের কলেজ পড়ুয়া ছেলে শিহাব হোসেন পাইক (১৯) ওরফে ধলুর সাথে চার মাস পূর্বে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন যেতে না যেতেই কারনে-অকারনে ইতিকে মারধর শুরু করে শিহাব। ইতি বাদীকে ফোনে ঘটনা জানালেও সংসারের স্থায়ীত্বর জন্য বাদী সব মেনে নিতে বলেন।
ইতির ভাই নয়ন সরদার বলেন, ঘটনার দিন শনিবার বিকেলে ইতি প্রাইভেট পড়ে বাড়ি যাবার সময় উপজেলা সদরে বসে স্বামী শিহাবের সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। ওই রাতে ইতি তার স্বামীকে ফোনে তাড়াতাড়ি বাড়ি যেতে বললে স্বামী বাড়ি না গিয়ে উল্টো ইতিকে চরমভাবে গালমন্দ ও দুর্ব্যবহার করে। স্বামীর গালমন্দ শুনে রাতে ঘরের আড়ার সাথে ইতি গলায় ফাঁস দেয়। ইতিকে ফাঁস দেয়া অবস্থায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন ইতিকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, উল্লেখিত ঘটনায় ইতির মা রোকেয়া বেগম মেয়ে জামাই শিহাব হোসেন পাইককে অভিযুক্ত করে রোববার মামলা দায়ের করেন, নং-১০(২৩.১.২২)।
পুলিশ অভিযুক্ত স্বামী শিহাবকে গ্রেপ্তার করে রোববার বরিশাল আদালতে প্রেরণ করেছ। ইতির লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।