নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও কারখানা খুলে দেয়ার দাবীতে রহিমা আজিজ নিটস্পিন লিমিটেড গার্মেন্টসে এর শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসময় বিকিএমইএ কর্তৃপক্ষের কাছে এবিষয়ক চিঠিও দেন তারা।
আজ রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় শ্রমিকরা জানান তাদের অবৈধভাবে হঠাৎ ছাটাই করা হয়েছে। কোন রকম নোটিশ তাদের দেয়া হয়নি। এ ঘটনার আগে মাকিল কর্তৃপক্ষের কাছে ঘটনার সত্যত্যা জানতে চাইলো তারা লে অফের বিষয়টি অস্বীকার করলেও পরে হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়।
এসময় তারা দাবী করেন, আমাদের পাওনা বেতনাদি দিয়ে দেয়া হোক। অথবা আমাদের গার্মেন্টস খুলে দেয়া হোক। নয়ত আমাদের পথে বসতে হবে। যদি আমাদের দাবী আদায় না হয়। তাহলে আমরা আরও জোরালো কর্মসূচির দিকে অগ্রসর হবো।