নালিতাবাড়ীতে দুদুয়ার খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ীতে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরশহরের অদুরে কালিনগর এলাকার দুদুয়ার খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার কোন্নগর গ্রামের মৃত আরদ্দি শেখের ছেলে।
জানা গেছে, গত ৯ জানুয়ারি রবিবার উপজেলার কোন্নগর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন বৃদ্ধ মকবুল হোসেন। তার স্ত্রী সুফিয়া বেগম অনেক খোঁজা-খোঁজি করে ব্যর্থ হন। পরে কালিনগর গ্রামবাসী শনিবার দুপুরে দুদুয়ার খালে মকবুলের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এছাড়া বৃদ্ধ মকবুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।