রৌমারীতে ইয়াবাসহ আটক- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:৪৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৮০পিস ইয়াবাসহ শাহ্ আলম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নটান পাড়ার মৃত তয়েজ উদ্দিনের ছেলে।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নটানপাড়ায় বসবাসরত তার নিজ বাড়ি থেকে ১৮০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ্ আলম দীর্ঘদিন যাবৎ মাদক সেবনসহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় এলাকাবাসি বাধা দিয়ে আসছিলো। এই একাধিক মামলার আসামি কারো কথা তোয়াক্কা না করে তার ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে আসছিলো। শুক্রবার রাত ৮টার দিকে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ নটানপাড়ায় তার বাড়ির সামনে অভিযান চালায়।
এসময় পুলিশের শাহ্ আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নেশা গ্রস্থ অবস্থায় থাকার কারনে পালানোয় অক্ষম হয় এবং অপরজন পালিয়ে যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটকৃত শাহ্ আলম ও অগ্গাত একজনের নামে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।