রংপুর সিটি বাজার সমিতির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বাজার অচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির ডাকা হরতালে মঙ্গলবার বাজার অচোল ছিল। হরতাল চলাকালে আজ ভোড় থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের সকল প্রকার দোকান পাট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীগন। এর প্রভাবে বাজার করতে এসে ক্রেতা সাধারন দূর্ভোগে পরেন। সিটি বাজারে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়েলেট নির্মান সহ ৫ দফা দাবীতে রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতি এই হরতালের ডাক দেয়। অন্যান্য দাবীগুলো ছিল বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, মটার সাইকেল স্ট্যান্ড নির্মান, বাজারের রাস্তা প্রশস্থকরন ও বাজারের দোকান পাট সহ বাজার অধুনিকরন।
হরতালের সর্মথনে বাজার ব্যাবসায়ী সমিতি সমাবেশ করেছে। এ সময় সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা জামান বলেন, রংপুর সিটি বাজার দীর্ঘ ৩৫ বছর আগে নির্মিত। বাজারের দোকান পাট জীর্ন শীর্ন।বাজরের রাস্তা গুরো সরু এবং চলচলে অনুপোযোগী। বাজারে মহিলা ও পুরুষের জন্য কোন আধুনিক সৌচাগার নেই। সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের কাছে ঐতিহ্যবাহী এই সিটি বাজারের আধুনিকি করন সহ মহিলা ও পুরুষদের জন্য পৃথক মান সম্পন্ন টয়েলেট নির্মানের দাবীসহ আমদের ৫ দফা দাবী দীর্ঘদিনের। এ বিষয়ে তার কাছে অনেক বার দেন দরবার করা হলেও তিনি আমদের কথায় কর্নপাত করেন নাই।
২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী ও মহিলা কাউন্সিলর হাসনা বানুকে এ বিষয়ে বারংবার অনুরোধ করা হলেও তারাও আমাদের দাবীর প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করেছেন। আমাদের বাজারের উন্নয়ন না হলেও তারা তাদের নিজেদের উন্নয়ন করেছেন। বাজারে মহিলা পুরুষদের জন্য টয়েলেটের ব্যাবস্থা না থাকায় প্রতিদিন অসংখ্য নারী পুরুষকে বিব্রত কর অবস্থার সম্মূখীন হতে হয়। যা আমদের জন্য লজ্জার। এই অবস্থা থেকে উত্তরনের জন্য আমরা বাদ্ধ হয়ে হরতালের মত কর্মসূচী গ্রহন করেছি। এতেও যদি মেয়র এবং কাউন্সিলর গনের শুভ বুদ্ধিও উদয় না হয় তাহলে আগামিতে আমরা বৃহত্তর কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হব। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন(ছোট বাবু) সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য,বর্তমান সিটি মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফা জাতীয় পার্টি (এরশাদ) এর রংপুর মহানগর কমিটির সভাপতি।