সিদ্ধিরগঞ্জে নির্যাতনে শিশুর মৃত্যু : সৎ মা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে সুমি আক্তার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে শিশুটির সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৭ জানুয়ারী) রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশুটির জন্মদাত্রী মা রুমা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার সৎ মা হালিমাদুস সাদিয়া (৩৭) চাঁদপুরের মতলবের বেলতলী এলাকার সত্তজিৎ রায়ের মেয়ে। হালিমাদুস সাদিয়া নব্য মুসলিম হয়েছেন। তার আগের নাম গুলাবনী রায়।
মামলার বাদী রুমার অভিযোগ, সুমি আক্তারকে তার সৎ মা গত ২৯ ডিসেম্বর বেড়ানোর কথা বলে তাদের নিজ বাসায় নিয়ে যান। গত ১৭ জানুয়ারি হালিমাদুস সাদিয়া তার স্বামীকে জানান, সুমি আক্তার বাসার খাট থেকে পড়ে মারা গেছে। বিষয়টি রুমার কাছে সন্দেহজনক মনে হলে তিনি কন্যার লাশ দেখতে ওই বাসায় যান। সুমির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার সৎ মায়ের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।