নান্দাইলে ট্রাক্টর উল্টে দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) ও আব্দুস ছাত্তারের পুত্র রাফাত (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে মো. মোস্তুফা ও আব্দুছ ছাত্তারের ছেলে রাহাত মিয়া ট্রাক্টর দিয়ে নিজেদের জমিতে চাষ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় ট্রাক্টরটি চালাচ্ছিলেন মোস্তুফা আর পাশেই বসা ছিলো তারই চাচাতো ভাই রাহাত মিয়া। এক পর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ে যায় রাস্তার পাশের একটি পুকুরে।
এসময় তারা দুইজন ট্রাক্টরটির নিচে পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই নিহত ঘোষণা করেন।