সাতক্ষীরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ এএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১০ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাতক্ষীরার তালা উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতপুর পেয়ারাতলার খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোড়ল (৬০) ও মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পাইকগাছা থেকে খুলনাগামী মোটরসাইকেলটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের একজন ঘটনাস্থলে এবং আরেকজন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় আহত একজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বাসটি পুলিশ আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। আর নিহতদের লাশ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।