রামুতে গ্রামের হেডম্যানকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কক্সবাজারের রামু উপজেলার ব্যাঙডেবা গ্রামের হেডম্যানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আলী আহমদ নামের ওই হেডম্যানকে হত্যা করা হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামবাসীর বরাতে তিনি জানান, শনিবার রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে আলী আহমদকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, আলী আহমদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।