গাঁজাসহ ভোট কেন্দ্র থেকে এজেন্ট আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫১ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ।
আটককৃত ফাহাদ বিন ইকবাল (১৮) নোয়খালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।
স্থানীয় সূত্র জানায়, আটককৃত যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে ভোট কেন্দ্রের ভিতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।