ফেনীতে তের লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে চারলক্ষ টাকাসহ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনী সদর উপজেলার ফেনী মডেল থানাধীন তাকিয়া রোড থেকে ব্যাগে থাকা ১৩,৯২,২০০(তের লক্ষ বিরানব্বই হাজার দুইশত) টাকা ছিনতাইয়ের ঘটনায় ০৭(সাত) জনকে আটক করে তাদের কাছ থেকে নগদ ৪,২৮,৫০০( চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা ও ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশের কয়েকটি দক্ষ ও চৌকস টিম শহরের তাকিয়া রোড থেকে গত ০৬/০১/২০২২ ইং তারিখে ১৩,৯২,২০০ টাকা ছিনতাইয়ের ঘটনাটির বিষয়ে নিবিড়ভাবে কাজ করে।
উক্ত টিম ছিনতাইয়ের পর হতে ক্রমাগতভাবে ঢাকা, কক্সবাজার ও লক্ষীপুর জেলায় অভিযান পরিচলনা করে ১.দেলোয়ার হোসেন বাবু(২০) ২.সুমন শিকদার(২১) ৩.মোঃ শাকিব খান(২০) ৪.মোঃ রনি(২১) ৫.মোঃ শিপন(২২) ৬.ওমর ফারুক আরমান(২০) ৭.আল আমিন(২৫) সহ সর্বমোট ০৭(সাত) জন আসামীকে তাদের হেফাজত হইতে ৪,২৮,৫০০ টাকা ০৩(তিন) টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা) সহ উদ্ধার করতে সক্ষম হয় জেলা পুলিশ ফেনী।
পুলিশ আরো জনিয়েছে, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকী টাকা উদ্ধার ও অন্য অভিযুক্তদের আটকের বিষয়ে পুলিশের অভিযান অব্যহত আছে।