নাটোরে গণধর্ষণের অভিযোগে ৩ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নাটোর সদর উপজেলার ছাতনী শশ্মান এলাকায় একজন এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
বর্তমানে নির্যাতিত ওই স্কুলছাত্রী নাটোর সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। জানা গেছে, ওই স্কুলছাত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার বাসিন্দা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নির্যাতিত ওই ছাত্রী স্কুল থেকে ফিরতে দেরি হলে তার মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে মায়ের ওপর রাগ করে বিকালে সদর উপজেলার আগদিঘা এলাকায় আসার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যার দিকে অটোরিকশায় ছাতনী এলাকায় পথ হারিয়ে ফেলে ওই ছাত্রী। এ সময় তাকে নানির বাড়িতে নেওয়ার কথা বলে এলাকার বখাটেরা শশ্মান এলাকায় নিয়ে গণধর্ষণ করে। পরে রাত দুইটার দিকে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করলেও দু’জন জন পালিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।