সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঘটনায় বির্তকিত সেই শিক্ষক বরখাস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জে স্কুলছাত্রীর সাথে অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ার পর আলোচিত সেই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্থ করেছে কর্তৃপক্ষ। সেই বির্তকিত শিক্ষকের নাম- মোঃ শাহীন উদ্দিন (৫০)। তিনি জেলার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহাকারি প্রধান শিক্ষক।
আজ শুক্রবার বেলা ১১টায় সংশ্লিস্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ওই বিদ্যালেয়র কর্মরত সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহীন উদ্দিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়াসহ অশ্লীল ফোনালাপ গত সোমবার (১০ জানুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনার প্রেক্ষিতে পরদিন বধুবার (১২ জানুয়ারী) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়। সেই সভায় সর্ব সম্মতিক্রমে সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহীন উদ্দিনকে সাময়িক ভাবে বরখাস্থ করা হয়। আর এই তথ্য জানতে পেরে সন্ধ্যায় অসুস্থ্য হয়ে পড়েন সেই বির্তকিত শিক্ষক। পরে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন ও পরিচালনা কমিটির সভাপতি নিগার সুলতানা কেয়া বলেন- স্কুলছাত্রীর সাথে অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ার পর আলোচিত শিক্ষক শাহীন উদ্দিনকে বরখাস্থ করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছি।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন- স্কুলছাত্রীর সাথে শিক্ষকের এই ঘটনাটি খুবই লজ্জাজনক। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।