ভূরুঙ্গামারীতে নব বধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক নব বধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামে হরিবালা বিশ্বাসের পুত্র বীরবল বিশ্বাস (২৬) এর সাথে এক মাস দশ দিন পূর্বে লালমনিরহাট জেলার কুলারঘাট কালিরপাট এলাকার তিরপু বিশ্বাস এর মেয়ে রত্না বিশ্বাস (১৮) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে পছন্দ অপছন্দ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিলনা। স্বামী বীরবল দুপুরে কাজের জন্য বাহিরে গেলে গৃহবধু রত্না সবার অজান্তে নিজ ঘরে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত গৃহবধুর বড় বোন আরোতি রানি বলেন গতকাল রাতে আমার বোনের সাথে কথা হয়। পুশনা( পিকনিক )খাওয়ার ব্যাপারে কথা হয়। আজ সকালে ফোনে কথা বলার চেষ্টা করি কয়েক বার ফোন দিলে রিসিভ করে না।
দুপুরে আবার আমার ভগ্নিপতি বিরবল কে ফোন দিলে সে বলে দিদি রত্না ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে খবর পেয়ে আমরা এসে দেখি পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ নিয়ে গেছে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।