ধামরাইয়ে সরকারি ভূমি উন্নয়ন রাজস্বের টাকা আত্মসাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে সদর ভূমি অফিসে সরকারি রাজস্বের টাকা আত্মসাত করার পরও বহাল তবিয়তে রয়েছে তহশিলদার।
জানাগেছে, ধামরাই উপজেলার সদর ভূমি অফিসে গত ৮ ডিসেম্বর নামজারী কেস নং -৬৯৮/২০-২১ ইসলামপুর মৌজার ১ একর ৩৯ শতাংশ ২৬ পয়েন্ট জমির ভূমি উন্নয়ন কর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করার পরও অত্র অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) বিল্লাল হোসেন বহাল তবিয়তে থেকে দুর্নীতি ও অনিয়ম করে এখন দাপিঁয়ে বেড়াচ্ছে।
টাকা আত্মসাতের ঘটনা নিয়ে দৈনিক দিনকাল পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে জেলা ভূমি প্রশাসন থেকে সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমদকে নির্দেশ প্রদান করেন। তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার এসিল্যান্ড ইসতিয়াক আহমদ তরিঘড়ি করে তহশিলদার বিল্লাল হোসেনকে বাঁচানোর জন্য তার পক্ষ অবলম্বন করে প্রতিবেদন জমা দিয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।